কিভাবে এক ক্লিকেই ইউটিউব এর ভিডিও গ্যালারিতে ডাউনলোড করবেন।

 আসসালামুআলাইকুম বন্ধুরা,

কেমন আছেন সবাই?

আমি মিনহাজ, অনেকদিন পর আপনাদের জন্য আবারও একটি অ্যান্ড্রয়েড এর ট্রিকস নিয়ে হাজির হলাম।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ঝামেলা ছাড়াই এক ক্লিকেই ইউটিউব এর ভিডিও গ্যালারিতে ডাউনলোড করবেন। 

                 


তো চলুন শুরু করা যাক:

প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে সার্চ করুন

SnapTube.apk                 👇👇👇


তারপর সার্চ বারের প্রথম লিঙ্কে প্রবেশ করুন  👇👇


এবার "Download SnapTube" এ ক্লিক করে স্ন্যাপটিউব অ্যাপ টি ডাউনলোড করে নিন 👇👇


                                👇👇👇👇👇👇👇


অ্যাপস টি ডাউনলোড করা হলে ইন্সটল করুন 👇👇👇


ইনস্টল করা হলে ওপেন করে নিন 👇👇👇👇👇


তারপর তাদের "Tearms and conditions" পড়ে নিয়ে Agree 

তে ক্লিক করুন 👇👇👇👇👇👇


এবার আপনাকে মেমোরির পারমিশন দিতে হবে, মেমোরির পারমিশন চাইবে "Allow" করে দিবেন 👇👇👇





বাস এবার আপনার এখানে কাজ শেষ।

এবার ইউটিউবে প্রবেশ করুন এবং যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওতে যান,

এবার সেই ভিডিওটির শেয়ার অপশনে ক্লিক করুন 👇👇👇


তারপর অনেকগুলো অপশন আসবে সেখান থেকে "Download With SnapTube" সিলেক্ট করে দিন 👇👇👇


এবার আপনি যেই কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান সেই কোয়ালিটি সিলেক্ট করে দিন 👇👇👇




এবার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

আপনার ভিডিওটি ডাউনলোড কতদূর হয়েছে তা নোটিফিকেশন বারে দেখতে পারবেন👇👇👇




বাস এবার ইচ্ছা মত ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন।

আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন টিউটোরিয়ালটি বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ